প্রকাশিত: Mon, Nov 13, 2023 11:17 PM
আপডেট: Thu, Jul 3, 2025 3:19 PM

[১] বাংলাদেশ বিষয়ে হস্তক্ষেপ করবে না চীন, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় [২] রোহিঙ্গা প্রত্যাবাসনে ঢাকার পাশে আছে বেইজিং: মন্ত্রী লিউ ছাও

মাছুম বিল্লাহ, মাসুদ আলম: [৩] চীনের ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট অব চীনা কমিউনিস্ট পার্টির (আইডিসিপিসি/সিপিসি) মন্ত্রী লিউ চিয়েণ ছাও এ মন্তব্য করে জানিয়েছেন, চীন বাংলাদেশে একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায়। 

[৪] শুক্রবার চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিং-এ আওয়ামী লীগের প্রতিনিধিদলের সঙ্গে সিপিসির প্রতিনিধিদের বৈঠকে এই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) সম্মেলনে যোগদান করেছেন আওয়ামী লীগের ওই প্রতিনিধিদল। 

[৫] আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ফারুক খান এমপি ছাড়াও প্রতিনিধি দলে রয়েছেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ও চীন আওয়ামী লীগের সদ্য সাবেক আহবায়ক তরুণ কান্তি দাস কান্তি, আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য খালেদ মাসুদ আহমেদ ও সদস্য সুমন কুন্ডু।

[৬] তরুণ কান্তি দাস কান্তি বলেন, চীনের উপ-মন্ত্রী ছুন হাই ইউয়ানের সঙ্গে ফারুক খান এমপি’র দ্বিপাক্ষিক বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। রোহিঙ্গা সমস্যা নিয়ে চীনা উপ-মন্ত্রী বলেছেন, রাখাইনে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, টেকসই এবং স্বেচ্ছায় প্রত্যাবাসনের সুবিধার্থে বাংলাদেশ ও মিয়ানমারের নিজ নিজ প্রতিনিধিদের মিয়ানমারে ‘গো অ্যান্ড সি’ এবং বাংলাদেশে ‘কাম অ্যান্ড টক’ সফরের উদ্যোগকে চীনা পক্ষ বাংলাদেশের চলমান প্রচেষ্টার প্রশংসা করেন। প্রয়োজনে চীনের পক্ষ থেকে ত্রি-পাক্ষিক আলোচনার আয়োজনের পাশাপাশি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেয়া হয়।

[৭] আওয়ামী লীগের প্রতিনিধি দল বিআরআই নিয়ে প্যানেল আলোচনাসহ বিভিন্ন বৈঠকে অংশ নেন। বৈঠকে ফারুক খান এমপি দুই দেশের সম্পর্ককে আরও গভীর করা এবং গুরুত্বপূর্ণ আঞ্চলিক ইস্যুতে এক সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। 

[৮] তরুন কান্তি দাস কান্তি বলেন, চীনের মন্ত্রী লিউ চিয়েন ছাউ বাংলাদেশে মানব উন্নয়নের গতির জন্য  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভুয়শি প্রশংসা করেন এবং তিনি বাংলাদেশের অগ্রগতির প্রতি সিপিসির সহায়তার আশ্বাস দেন।

[৯] উল্লেখ্য, গত ৯, ১০ ও ১১ নভেম্বর সফরের অংশ হিসেবে চীনের ইউনান প্রদেশের কুনমিং এ  সিপিসির উদ্যোগে ৩ দিন ব্যাপী  ‘বেল্ট এ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ (বিআরই) সিপিসিইন ডায়ালগ উইথ পলিটিক্যাল পার্টিজ অব্ সাউথইষ্ট এ্যান্ড সাউথ এশিয়ান কান্ট্রিজ’  বৈঠকে যোগ দিতে গত ৮ নভেম্বর চীন সফরে যান বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ফারুক খান এমপি’র নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল। ওই বৈঠকে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইউএই, ফিলিপাইন এবং ভারতসহ দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার ১৮টি দেশ অংশ নেয়। সেমিনার ও বৈঠকে সাংবাদিক ও ৫১টি রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ ২০০ এর অধিক প্রতিনিধিদল অংশগ্রহণ করেন।

[১০] প্যানেল আলোচনায়  ফারুক খান এমপি বিআরআই এর প্রকল্পে বাংলাদেশে সড়ক ও সেতু নেটওয়ার্কের মাধ্যমে রাজধানী শহর এবং গ্রামীণ বাংলাদেশের মধ্যে সংযোগে সহজীকরণের কথা উল্লেখ করেন। তিনি বলেন, এই প্রকল্পের ফলে সাধারণ মানুষের জীবন যাত্রায় এটি উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। চীন কি ‘ঋণের ফাঁদ’ এ বাংলাদেশ ফেলেছে? এমন প্রশ্নের উত্তরে ফারুক খান বলেন, এটা একটি অপপ্রচার বলে আমি মনে করি। সম্পাদনা: ইকবাল খান